পীরগঞ্জ উপজেলার ৮নং দৌলতপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে এক কাঠ ব্যবসায়ীর বিরুদ্ধে গাছ চুরির অভিযোগ উঠেছে। জানা গেছে পীরগঞ্জ রঘুনাথপুর মহল্লার মোঃ সুরুজ মিয়া বিষ্ণপুর মৌজায় ৫৩৪ ও ৫৩৫ দাগে ২.৭৯ একর জমিতে ২২ বছর পূর্বে ইউক্লিকটার্স গাছ রোপন করে পরিচর্যা করছে। বিষ্ণপুর মৌজার কাঠ ব্যবসায়ী আলতাফ ও শাহাজাহান রবিবার সকালে সুরুজ মিয়ার ক্রয়কৃত জমিতে রোপনকৃত গাছগুলির মধ্যে ৩টি বড় ইউক্লিকটার্স গাছ কেটে চুরি করে নিয়ে গেছে। উক্ত চোড়াই কৃত গাছ গুলির বাজার মূল্য প্রায় ৫৫ হাজার টাকা। এলাকাবাসী জানায় আলতাফ হোসেন ও শাহাজাহান আলী দীর্ঘ দিন ধরে সুরুজ মিয়া কাঠের বাগান থেকে গভীর রাতেও অনেকবার গাছ কেটে চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গাছ চুরির সাথে জড়িত ওই দুই ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন এলাকাবাসী।