বুধবার , ২০ জুলাই ২০২২ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. খুলনা বিভাগ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম বিভাগ
  11. চাকরি
  12. জাতীয়
  13. ঢাকা বিভাগ
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম

বাউফলে চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার !

প্রতিবেদক
কহিনুর, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
জুলাই ২০, ২০২২ ৬:০১ অপরাহ্ণ

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৯নং নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়নের উপনির্বাচনে চশমা মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস.এম মহসিনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হলে আদালত থেকে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গত ৮ জুলাই নৌকা ও চশমা মার্কার কর্মী সমর্থকদের মধ্যে নির্বাচনী সহিংসতায় আমির হোসেন মৃধা (৭০) নামের এক নৌকার কর্মী আহত হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সোমবার (১৮ জুলাই) রাত ৮টায় তিনি মারা যান।

এরপর পুলিশ ওই দিন (১৮ জুলাই) রাত ৯টার দিকে চশমা মার্কার চেয়ারম্যান প্রার্থী এস.এম মহসিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ চার্জ (ওসি) আল মামুন বলেন, প্রাথমিক তদন্তে ওই সহিংসতায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস.এম মহসিনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৭ জুলাই নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নৌকা মার্কার প্রার্থী ইব্রাহিম ফারুক ছাড়াও এ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।

এর মধ্যে অন্যতম প্রতিদ্বন্ধী প্রার্থী এস.এম মহসিনকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এস.এম মহসিন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। দলীয় সিদ্বান্ত অমান্য করে নৌকার বিদ্রোহী প্রার্থী হিসাবে চশমা মার্কা নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করায় ১১ জুলাই তাকে দল থেকে বহিস্কার করা হয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
%d bloggers like this: