ভোলার তজুমদ্দিনে মোঃ দুলাল সাইদ নামে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাকে আটক করা হয় এবং বুধবার সকালে তাকে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে। সে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা ছালামত উল্লাহর ছেলে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ জানান, দুলাল ওরফে সাইদ পৌনে ৩ কোটি টাকা অর্থদন্ডসহ ৮ মামলার ওয়ারেন্টভু্ক্ত ও ৩ বছর সাজাপ্রাপ্ত আসামি। সে একাধিক ব্যক্তির কাছ টাকা ধার নিয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে ছিল। তজুমদ্দিন থানার চৌকস টিম তার অবস্থান সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হন।