
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, গ্রাম অর্থনীতিকে চাঙ্গা করতে স্বাধীনতার পরবর্তী জাতির পিতা বঙ্গবন্ধু গ্রামে গ্রামে বহুমুখী সমবায় প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তিনি চেয়েছিলেন, দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে। কিন্তু ১৫ আগস্টের ঘটনার পর এদেশের সমবায়কেন্দ্রিক অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা থামিয়ে দেয়া হয়। স্বাধীনতার ৫০ বছর পর বঙ্গবন্ধু কন্যা জননেত্রি শেখ হাসিনা আবার হারানো অর্থনীতি চাঙ্গা করেন। শনিবার ভোলার লালমোহনে ৫১তম জাতীয় সবমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সকাল ১০টায় লালমোহন উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র্যালি ও পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয় সমবায়ীরা। সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সমবায় কর্মকর্তা আবুল কালাম আজাদসহ আরো অনেকে।