ভোলার লালমোহনে গাঁজা সেবনে বাঁধা দেওয়ায় আবদুল মান্নান (৩৮) ও আকতার মাতাব্বর নামে দুইজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার সকালে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইলিশা কান্দি গ্রামের সৈনিক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।আহত আবদুল মান্নান দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার ও একই এলাকার মৃত মোঃ আবদুস সালামের ছেলে।
আহতরা জানায়, একই গ্রামের মৃত ছলেমান সরদারের ছেলে জাকির হোসেন কালু, মোঃ নাছিমের ছেলে রাকিব, নাছিম পাটোয়ারীর ছেলে মোকসেদসহ আরো অনেকেজন মিলে প্রকাশ্যে গাঁজা সেবন করত। এতে এলাকার যুব সমাজ দিনে দিনে মাদকের দিকে ঝুঁকছে।
আজ (রবিবার) সকালে মাদকসেবীর প্রকাশ্যে গাঁজা সেবন শুরু করলে তাদেরকে বাঁধা দেয় আনদুল মান্নান। এতে ক্ষিপ্ত হয়ে মান্নানের উপর অতর্কিত হামলা করে মাদকসেবীরা। তাকে মাদকসেবীদের হাত থেকে বাঁচাতে আসলে মান্নানের মামাকেও পিটিয়ে আহত করে তারা।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান বলেন,ঘটনা শুনেছি, অভিযুক্ত ব্যাক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।