
কক্সবাজারে আনন্দ ভ্রমণে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন ভোলার লালমোহন উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মো. কামরুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতালে তিনি মারা যান।
মৃত কামরুল ইসলাম লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের সেকান্তর মাতাব্বর বাড়ির বাসিন্দা। তিনি ৩ মেয়ে ও ৩ ছেলে সন্তানের জনক।
জানা যায়, গত বুধবার (৪ জানুয়ারি) পশ্চিম চরউমেদ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ৫ দিনের জন্য আনন্দ ভ্রমণে কক্সবাজার যান ওই ইউনিয়নের বেশ কয়েকজন নেতাকর্মী। শুক্রবার সন্ধ্যায় সেখানে বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে হোটেলে ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শ্রমিক লীগ নেতা মো. কামরুল ইসলাম।
এরপর তার সঙ্গে থাকা লোকজন তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক মো. কামরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। রাতেই তার লাশ বাড়ির উদ্দেশ্যে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে, শ্রমিক লীগ নেতা কামরুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। শুক্রবার রাতে তিনি নিজ ফেসবুক আইডিতে কামরুলের রুহের মাগফিরাত কামনা করে একটি পোস্টে লিখেন, কামরুল দলের একজন নিবেদিত প্রাণ ছিলেন। আমরা একজন সক্রিয় কর্মীকে হারালাম। দলের বিভিন্ন প্রোগ্রামে তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এছাড়া ওই পোস্টে মৃত কামরুল ইসলামের পরিবারের প্রতি গভীর সমবেদনাও কথা উল্লেখ করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।