মোঃ রুবেল খান মোংলা বাগেরহাট। মোংলা বন্দরের বহিনোঙ্গর এলাকায় সার বোঝাই এমভি শাহাজালাল এক্সপ্রেস -২ নামক একটি লাইটার ডুবেগেছে। এসময় লাইটারের ৮ কর্মচারী সাতরিয়ে পাশের লাইটারে উঠতে সক্ষম হয়েছে।
জানাযায়,বন্দরের হাড়বাড়িয়া-৯ এ অবস্থানরত লাইবেরিয়ার পতাকাবাহী সারের জাহাজ এমভি ভীটা অলম্পিক( MV. VITA OLYMPIC) নামক জাহাজ থেকে ৫শ মেট্রিকটন এমওপি সার বোঝাই বোঝাই করে এমভি শাহাজালাল এক্সপ্রস -২ নামক লাইটারটি।এর পর মঙ্গলবার(২৪ জানুয়ারী) দিনগত রাত সাড়ে বারোটার দিকে লাইটারটি পন্য খালাসের জন্য যশোরের নোয়াপাড়া উদ্দ্যেশে রওয়ানা দেয়। কিছুদুর এলে মোংলা বন্দরের বহিনঙ্গর হাড়বাড়িয়া-৮ এলাকায় একটি বিদেশী জাহাজের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় শাহাজালাল এক্সপ্রেস-২ লাইটারের প্রোপেলারসেভ ভেঙ্গে ঈঞ্জিন রুমে পানি ঢুকতে থাকে। এসময় লাইটারের ৮ কর্মচারী পাশ্বে থাকা অন্য লাইটারে সাতরিয়ে আশ্রয়নেয়। কিছুক্ষনের মধ্যে লাইটারটি ডুবেযায়।
খবর পেয়ে রাতে উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের একটি অভিযানিক দল।
মোংলা বন্দর কতৃপক্ষের হারবার মাস্টার ক্যাপটেন শাহীন মজিদ জানান, লাইটার ডুবির ঘটনা তদন্তে বুধবার সকালে বন্দরের হারবার বিভাগ ওই এলাকা পরিদর্শন করেছেন। সেখানে মার্কিং করা হয়েছে।
ডুবে যাওয়া লাইটারটির সার্থে সনদসহ প্রয়োজনীয় সকল কাগজ পত্র সঠিক ছিলো বলে জানাজ তিনি। একেই সাথে লাইটার ডুবির ঘটনায় বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোন সমস্যা হচ্ছে বলে তিনি জানান।
উল্লেখ্য, লাইবেরিয়ার পতাকাবাহী বানিজ্যিক জাহাজ এমভি ভিটা অলম্পিক( MV. VITA OLYMPIC) গত ২১ জানুয়ারি ৩১ হাজার ৪৫৯ মেট্রিকটন MOP সার নিয়ে মোংলা বন্দরের বহিনঙ্গর সুন্দরিকোঠায় আসে। এর পর গতকাল মঙ্গলবার(২৪ জানুয়ারী) ওই বানিজ্যিক জাহাজটি বন্দরের বহিনঙ্গর হাড়বাড়িয়া-৯ এ স্থানান্তর করা হয়।