
আরশাদ মামুন: ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা ” এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবেনা” এ বক্তব্যকে বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার পথকে আরও মসৃণ করতে এগিয়ে আসতে হবে। ২১ ফেব্রুয়ারী বিকেলে তজুমদ্দিন উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্তৃক আয়োজিত বোরে ধান রোপন ও কৃষক সমাবেশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তারই ধারাবাহিকতায় তজুমদ্দিন উপজেলার ৩নং চাঁদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড কালাশা মারকাজ মসজিদ সংলগ্ন জমিতে বোরো ধান রোপন করে অনাবাদি জমিতে আবাদ করতে কৃষকদের উদ্বুদ্ধ করন, বোরো ধান রোপন করেন প্রধান অতিথি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, এমপি। তজুমদ্দিন উপজেলা কৃষক লীগ সভাপতি মিরাজ উদ্দিন সিরাজ এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ফজলুল হক দেওয়ান, কৃষি সম্প্রসারন অধিদপ্তর ভোলা’র উপ-পরিচালক হাসান ওয়ারিসুল কবির, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারন সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ইউপি চেয়ারম্যান একেএম শহিদুল্যাহ কিরন, জনাব রাসেল মিয়া, জেলা পরিষদ সদস্য জনাব ইশতিয়াক হাসান, উপজেলা কৃষক লীগ সাধারন সম্পাদক জনাব মিরাজ উদ্দিন পারভেজ ও স্থানীয় কৃষক বৃন্দ উপস্থিত ছিলেন।