
আরশাদ মামুন : ইসলামের সঠিক জ্ঞান প্রসারের লক্ষে ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যন্ত অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমানদের কে ইসলামিক জ্ঞানে সমৃদ্ধ করতে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করেছেন তিনি। শেখ হাসিনার কাছে সকল ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ।
মঙ্গলবার সকালে লালমোহন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মুহাম্মদ আল মামুন, উপজেলা মডেল মসজিদের ইমাম মুহাম্মদ নাইমুল ইসলামাহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইমামগণ।