
আরশাদ মামুন: ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সব সময় সাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বলেই বিশ্বে বাংলাদেশ রোল মডেল। বিএনপির শাসনামলে হিন্দু মানেই সংখ্যালগু আখ্যা দিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে। যা কখনোই ভুলে যাওয়ার নয়। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উচ্চতায় দেশকে নিয়ে গেছেন। বুধবার সন্ধ্যায় তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড লামছি শম্ভুপুরে অবস্থিত প্রভুপাদ শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রক্ষ্ণচারী (অনিল বাবাজি’র) ২৪ তম তিরোধান উৎসব ও ৬২তম মহা হরি নাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন। বাবু রবি প্রসাদদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জনাব ফজলুল হক দেওয়ান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মহিউদ্দিন পোদ্দার, ইউপি চেয়ারম্যান জনাব শহিদুল্যাহ কিরন সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ। দেশ-বিদেশ থেকে আগত বাবাজির ভক্ত বৃন্দ।