
আরশাদ মামুন।
লালমোহনে মাদকবিরোধী কর্মশালায় বক্তারা মাদকসেবী ও মাদক বিক্রেতাদের সামাজিকভাবে বয়কট করার আহবান জানিয়েছেন। এদের বয়কট করলেই মাদক কেনা বেছা কমে যাবে। রোববার দুপুরে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে “মাদকের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম, লালমোহন থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম প্রমূখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ, পৌরসভা কাউন্সিলর জাহিদুল ইসলাম নবীন, লালমোহন প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব মো. রুহুল আমিনসহ আরো অনেকে।