
ভোলার লালমোহনে বিদ্যুৎস্পর্শে অপু পোদ্দার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নমগ্রাম এলাকার আক্কাস আলী বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত অপু একই এলাকার পতি পোদ্দারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালের দিকে পাশের বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন অপু। এসময় অসাবধনতাবশত বিদ্যুতের তার অপুর শরীরে জড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে তাকে লোকজন উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক অপুকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।