
লালমোহন (ভোলা ) প্রতিনিধি
লালমোহনে প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শনিবার (২৫ ফেব্রুয়ারী ) লালমোহন গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার ভুমি এমরান মাহমুদ ডালিম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জয়া ধর মুমু, পরিসংখ্যান অফিসার, আরিফুর রহমান খন্দকার।
অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা তানিজ মার্জিয়া । অতিথি বৃন্দ প্রাণীসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে বিভিন্ন প্রকার প্রাণী ও প্রযুক্তির ৪০টি স্টল রয়েছে বলে আয়োজকরা জানান। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার খামারি, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করেন।