
আরশাদ মামুন: ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলে আরো আন্তরিক হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে নিজেকে স্মার্ট বাংলাদেশের গর্বিত অংশীদার বানাতে এ সুযোগ গ্রহন থেকে বঞ্চিত হওয়ার সূযোগ নেই। বুধবার সকালে উপজেলা প্রশাসন তজুমদ্দিন, ভোলা কর্তৃক আয়োজিত নব-নির্মিত উপজেলা শিশু পার্ক এর “শুভ উদ্বোধন” পরবর্তী সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এসসিএমএফপি, তজুমদ্দিন, ভোলা কর্তৃক আয়োজিত প্রকল্প এলাকার যুব ও মৎস্যজীবী সদস্যবৃন্দের অংশগ্রহনে মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ এর আওতায় “যুব উৎসব-২০২৩ উপযাপন” উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন আরো বলেন, দেশ জাতির কল্যাণের স্বার্থে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে হবে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার মরিয়ম বেগম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শিলা, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।