
আরশাদ মামুন।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনকে ভোলা জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সম্মানিত সদস্য করা হয়েছে। ১৫ মার্চ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ তালিকায় রয়েছেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলসহ ৩৬ জন সদস্যর নাম প্রকাশ করা হয়। মুল কমিটির সভাপতি সম্পাদকসহ সম্পাদকীয় নামের তালিকার সাথে সদস্য তালিকাও প্রকাশ করা হয়েছে।
এদিকে এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনকে ভোলা জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সম্মানিত সদস্য মনোনীত করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি ও সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এমপিকে লালমোহন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।