
চরফ্যাশন প্রতিনিধি।
ভোলার চরফ্যাশন ওসমান গঞ্জে অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, উপজেলার ওসমান গঞ্জ শিকদার চৌমুহনীতে কাউছার স্টোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। রাত ১২ টার পর দোকান মালিক দোকান বন্ধ করে চলে যান। রাতের কোন এক সময় অগ্নিকান্ড ঘটলেও ভোর সোয়া পাঁচটার দিকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই ভেতর দোকানের এক তৃতীয়াংশ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন দোকান মালিক। অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়ায় নি:স্ব হয়ে যাওয়ার কথা বলে কান্নায় ভেঙে পরেন দোকান মালিক হারুন শিকদার।
এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আসাদুজ্জামান জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সুত্রপাত হতে পারে।