বুধবার , ৮ মার্চ ২০২৩ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. খুলনা বিভাগ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম বিভাগ
  11. চাকরি
  12. জাতীয়
  13. ঢাকা বিভাগ
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম

ঠাকুরগাঁওয়ে জমি দখলের চেষ্টার অভিযোগে ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
ঠাকুরগাঁও প্রতিনিধি।
মার্চ ৮, ২০২৩ ৮:৫১ অপরাহ্ণ

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে জমি জবর দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ভুক্তভোগী পরিবারের আয়োজনে গতকাল সোমবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জমির অংশীদার সরিফার পক্ষে মো: নজরুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন শোনান। লিখিত বক্তব্যে সরিফা বলেন, আমার পিতা মজির উদ্দীন নিশ্চিন্তপুর মৌজার ২০৬ খতিয়ানে ৬৮ ও ৭৮ সালে ২ দলিল মূলে ৮০ শতক জমি ক্রয় করেন। এছাড়াও পৈত্রিক সূত্রে আরও ৪৭ শতক জমি প্রাপ্ত হন। এর মধ্যে মজির উদ্দিন নিজ প্রয়োজনে ২০ শতক জমি হস্তান্তর করেন এবং সার্কিট হাউজ ১৫ শতক জমি অধিগ্রহন প্রদান করেন। উল্লেখিত ৯২ শতক জমির মধ্যে ৭২ শতক পজিশনে ভোগ দখলে থাকাকালীন তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে আমার মা, ২ ভাই ও ৪ বোন পৈত্রিক সূত্রে মালিক হই। ৭২ শতক জমির ফারায়েজ করে দেখা যায়, আমার মা সমেলা ৯, বড় ভাই আনসারুল ১৬, ছোট ভাই সমসের আলী ১৬শতক ও আমরা ৪ বোন প্রত্যেকে ৮ শতক করে জমির মালিক। এর মধ্যে আমার ছোট বোন রিনা ৮ শতক জমি ভোগ দখলে রয়েছেন। আমার ছোট ভাই সমসের আলী তার প্রাপ্ত ১৬ শতক জমি হইতে ৮ শতক বিক্রি করে দেন এবং বাকী ৮শতক জমিতে ভোগ দখলে আছেন। এছাড়া আমাদের বাকী ৩ বোনের ২৪ শতক জমি জোরপূর্বক আমার বড় ভাই আনসারুল তার স্ত্রী জো¯œা বেগম ও ছেলে ওয়াকিউজ্জামানের নামে (আমাদের জমি সহ) অতিরিক্ত জমি লিখে দিয়ে জবর দখলের চেষ্টায় রয়েছেন।

ইতিপূর্বে আমার বড় ভাই আনসারুলের ২টি ভুয়া খারিজ ভূমি অফিস বাতিল করেন। বর্তমানে আমরা জমিতে ঘর বাড়ি নির্মাণ করতে গেলে জো¯œা বেগম ও ওয়াকিউজ্জামন বিভিন্ন ভাবে হয়রানী করেন, বাঁদা দেন এবং মামলা মোকদ্দমার হুমকি দেন।

এ বিষয়ে পৌরসভা ও থানায় অভিযোগ দায়ের হলে সেখানে আমরা প্রয়োজনীয় কাগজপত্র দেখালেও তারা কোন কাগজ পত্র না দেখিয়ে সময় ক্ষেপন করেন। এ অব¯’ায়ও তিনি জমি জবর দখলের চেষ্টায় রয়েছেন। যে কোন মুহুর্তে আমাদের জমি বে-দখল হয়ে যেতে পারে বলে আশংকা করছি। সংবাদ সম্মেলনে সরিফার অপর বোন সহিদা, সখিনা ও ছোট ভাইয়ের স্ত্রী বীনাসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপ¯ি’ত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মোংলা বন্দরে এসেছে রামপালের ৫৫ হাজার টন কয়লা

লালমোহন ধলিগৌরনগর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমো কোহিনুরের বেসামাল অর্থ বানিজ্য

বাউফলে অবৈধ স্থাপনা উচ্ছেদ।

বাউফলে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন।

সহায়তার জন্য মোংলা বন্দরের দুটি জলযান ভোলায়

শারদীয় দুর্গা উৎসব পালনে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কবস্থায় রয়েছে : জেলা পুলিশ সুপার

নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হতে হবে – উপমন্ত্রী হাবিবুন নাহার

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী প্রজন্ম সবচেয়ে বড় শক্তি- এমপি শাওন

মাদকসেবী ও মাদক বিক্রেতাদের সামাজিকভাবে বয়কট করার আহবান

লালমোহন ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান মুরাদের বাসায় চুরি সংঘটিত