
আরশাদ মামুন।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যুগোপযোগী আধুনিক শিক্ষা বিস্তারে বিশ্বে রোল মডেল। এ সরকারের সময় শিক্ষা খাতে অভূতপূর্ব পরিবর্তন সাধন পরবর্তী তথ্য প্রযুক্তি সমৃদ্ধ আধুনিক শিক্ষা বিস্তারের ব্যবস্থা করেছেন।
১৮ মার্চ সকালে উপজেলার ৬নং ফরাজগঞ্জ ইউনিয়নের সাদাপোল এলাকায় ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা নির্বাহি অফিসার অনামিকা নজরুল প্রমুখ বক্তব্য রাখেন।