
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা কিছু করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। তিনি দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন, উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন বাংলাদেশকে। মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, ফোর লেন ও এইট লেনের রাস্তা করেছেন বঙ্গবন্ধুর কন্যা।
সোমবার সকালে লালমোহন পৌরসভা ৫নং ওয়ার্ড হাওলাদার বাড়িতে পৌর মহিলা আওয়ামীলীগ কর্তিক আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক বরিশাল সমাচার পত্রিকার প্রকাশক ও এমপি শাওনের সহধর্মীনি ফারজানা চৌধুরী রত্না বলেছেন,দেশের নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী ক্ষমতায়নে জাতির পিতার কন্যার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি সালমা জাহান বুলুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার,পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদলসহ আরও অনেকে।