
আরশাদ মামুন।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ থেকেই বাঙালি জাতি স্বাধীন বাংলাদেশের শুভসূচনা দেখতে পেয়েছে। বঙ্গবন্ধু পরিবারের ঋণ বাঙালি জাতি কখনোই শোধ করতে পারবে না। মঙ্গলবার বিকেলে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে “বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধের চূড়ান্ত দিকনির্দেশনা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন আরো বলেন, বিশ্ব মানচিত্রে লাল সবুজের বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পিতা মুজিবের সোনার বাংলাকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ পরিনতে কাজ করে যাচ্ছেন। কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।