আরশাদ মামুন।
করোনা ভাইরাসের পূর্বে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের বিছিন্ন চর কচুয়ায় ছিন্নমূল শিশুদের সাথে নিয়ে জমকালো আয়োজনে উৎসবের পর এবার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকীতে জেলে উৎসবের আয়োজনের ব্যবস্থা করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। ১৭ ও ১৮ মার্চ দু’দিন ব্যাপী জেলে উৎসবে প্রায় দশ সহস্রাধিক জেলে পরিবার অংশ গ্রহন করেন।
তজুমদ্দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে দু’দিন ব্যাপী জেলে উৎসবের আয়োজন করেছেন স্থানীয় সাংসদ আলহাজ্ব নূরনবী চৌধুরী শাওন।
শুক্রবার (১৭মার্চ) সকালে উপজেলার মেঘনা তীরবর্তী সি-ট্রাক ঘাট এলাকায় প্রায় ১০ হাজার জেলের সমাগম ঘটে। এ সময় দিনব্যাপী আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। শনিবারও বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন অংশ গ্রহন করেন। এর পূর্বে সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি শাওন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, মার্চ বাঙ্গালী জাতীকে গৌরব দিয়েছে,আর আগস্ট দিয়েছে কলংক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বপ্নের বাংলাদেশ কল্পনাও করা যেত না। আজ আমরা ডিজিটাল পেরিয়ে শেখ হাসিনার নেতৃত্বে স্মাট বাংলাদেশের স্বপ্ন দেখছি। বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এ সময় আরো বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শিলা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুল্লাহ কিরণ, মেহেদী হাসান মিসু, মোহাম্মদ রাসেল প্রমুখ।
উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের বিছিন্ন চর কচুয়ায় ছিন্নমূল শিশুদের সাথে নিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উৎসবের আয়োজন করেন এমপি শাওন।
এদিকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর জন্মদিনে এমন অভূতপূর্ব ব্যতিক্রমী জমকালো আয়োজনের মূল নায়ক ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও লালমোহন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন সর্বজনের প্রশংসায় ভাসছেন।
Leave a Reply