
আরশাদ মামুন।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারনেই আমরা স্বাধীন সার্বভৌম লাল সবুজের দেশ পেয়েছি। বঙ্গবন্ধু মানেই লাল সবুজের স্বাধীন বাংলাদেশ। পিতা মুজিব ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কোন দল বা ব্যক্তির নয় দেশ ও জাতির সম্পত্তি।
বুধবার সকালে রাজধানী ঢাকায় ঐতিহ্যবাহী সিদ্বেশ্বরী কলেজ এর অডিটরিয়াম উদ্বোধন ও নবীণ বরণ-২০২৩ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য এমপি শাওন আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর রেখে যাওয়া দেশকে স্মার্ট বাংলাদেশ রুপান্তরে সাফল্যের পথে এগিয়ে চলছেন। সুতরাং আমাদের নিজেদের স্বার্থে আগামীতেও নৌকায় ভোট দিলে উন্নয়ন হবে। কলেজ অধ্যক্ষর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাবা দীপু মনি এমপি। বিশেষ অতিথি রাশেদ খান মেনন,এমপিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।