
আরশাদ মামুন।
লালমোহন সাব রেজিস্ট্রারের কার্যালয়ের সনদ প্রাপ্ত দলিল লেখকগনের ভূমি নিবন্ধন দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহীতা জোড়দারকরন বিষয়ক অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ সকালে লালমোহন সাব রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে দলিল লেখকগনের এ কর্মশালায় জেলা সাব রেজিস্ট্রার মোঃ আনিছুর রহমান সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।দলিল লেখকগনকে প্রশিক্ষণ কর্মশালায় জনগনের সেবা ও জবাবদিহিতার বিষয়ে আরো সচেতনতা অবলম্বনের তাগিদ দেন বক্তারা। কর্মশালার পূর্বে জেলা সাব রেজিস্ট্রার লালমোহন পৌছলে লালমোহন সাব রেজিস্ট্রার অফিস দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক কামরুল আলম মাজেদের নেতৃত্বে ফুলেল শুভেচছা জানানো হয়। এসময় লালমোহন উপজেলা সাব রেজিস্ট্রার মোঃ ফারুক হোসেন, অফিস সহকারী খলিলুর রহমান, সাব রেজিস্ট্রার অফিস দলিল লেখক সমিতির সভাপতি সামছু মিয়া,সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর পাটোয়ারী, আবুল বশার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।