
আরশাদ মামুন।
লালমোহনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠন নানা কর্মসূচিতে দিবসটি উদযাপন করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, রেলি, কবিতা চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথীর বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। উপজেলা নির্বাহি অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধাঅধযক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, সম্পাদক জসিম জনি, কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের প্রমুখ বক্তব্য রাখেন।