মঙ্গলবার , ২১ মার্চ ২০২৩ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. খুলনা বিভাগ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম বিভাগ
  11. চাকরি
  12. জাতীয়
  13. ঢাকা বিভাগ
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম

শেখ হাসিনার সময়ই শিক্ষার উন্নয়ন ও শিক্ষকগণ সন্মানিত হয় : এমপি শাওন

প্রতিবেদক
ভোলা প্রতিনিধি :
মার্চ ২১, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ

ভোলা প্রতিনিধি :
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে, তখনই দেশের সার্বিক উন্নয়নের সাথে সাথে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়, শিক্ষকগণ সন্মানিত হয় বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে প্রাথমিক শিক্ষা জাতীয়করণে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
এমপি শাওন আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা বান্ধব ছিলেন। তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনাও শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী। পাকিস্তানিরা যখন বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়ে বাঙালিকে মেধাশূন্য করতে চেয়েছিলো, দেশ স্বাধীনের পর দেশে মেধাশক্তি তৈরিতে শিক্ষাখাতে গুরুত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু। তাঁর অবর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশে শিক্ষার ব্যবস্থার উন্নয়নে একের পর এক যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে যাচ্ছেন।
পরে ২০২০/২০২২ সাল অবসরপ্রাপ্ত শিক্ষকগণকে বিদায় সংবর্ধনা ও ২০২০/২০২৩ সালে নতুন যোগদানকৃত শিক্ষকের ফুল দিয়ে বরণ করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শওকত আলী হেলাল’র সভাপতিত্বে ও সহ-সভাপতি একেএম মামুনুর রশীদের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, রেহানা আক্তারসহ আরও অনেকে।

সর্বশেষ - অন্যান্য

%d bloggers like this: