
আরশাদ মামুন।
ধর্মীয় উস্কানি সৃস্টি করে সমাজে কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে শক্ত হাতে প্রতিরোধ করা হবে। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাইকে একে অপরের মধ্যে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করতে ভোলার লালমোহনে সামাজিক সম্প্রীতি সভায় একথা বলেন বক্তারা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইমরান-মাহমুদ-ডালিম, ওসি মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দিদারুল ইসলাম অরুন, ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু, ফরহাদ হোসেন মুরাদ, অধ্যক্ষ মোশাররফ হোসেন, হিন্দু সমাজ সম্মিলনীর নেতা জয়ন্ত চন্দ পন্টি, লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনি সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক সম্প্রীতি একটি দেশের উন্নয়নের অন্যতম শর্ত। প্রতিটা পরিবার ও প্রতিটা গ্রামের সম্প্রসারিত রূপ হলো একটি দেশ, তাই তৃণমূল পর্যায়ের প্রতিটা মানুষের মধ্যে যদি সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয় তাহলেই একটি দেশ সোনার দেশে পরিণত হবে।