
আরশাদ মামুন।
প্রতি বছরের ন্যায় এবারো ঈদুল ফিতরকে সামনে রেখে নিজ নির্বাচনি এলাকায় আসছেন এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। নির্বাচিত হওয়ার পর থেকে কেবল একটি ঈদে পবিত্র হজ্জ ব্রত পালনের কারনে এলাকায় থাকতে পারেননি এমপি শাওন। এছাড়া বিগত তের বছরে প্রতিটি ঈদে এমনকি করোনা কালীন সময়েও নিজ এলাকার পাঁচ লক্ষ জনগণের সাথে পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন এমপি শাওন। ঈদেই নয় সব সময়ই নিজের সাধ্যর চেয়ে অধিক সহযোগিতার ফলে এমপি শাওনকে দানবীর দ্বীপবন্ধু উপাধিতে ভূষিত করেন এলাকাবাসী। প্রতি বছরের ন্যায় এবারও নিজ এলাকার জনগনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এলাকায় আসছেন ভোলা-৩ আসনের মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
রবিবার সন্ধ্যায় ঢাকা সদরঘাট থেকে রওনা করেছেন সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল ভোরে লালমোহন এসে পৌঁছেবেন এমপি শাওন।
এদিকে ঈদকে সামনে রেখে নিজ এলাকায় আসার খবরে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে।