মোঃ শাকিল স্টাফ রিপোর্টার।
গাজীপুর মহানগর বাসন থানাধীন মোগর খাল,এলাকার মোঃ নুর হোসেন মিয়া (৪৪) এর জমি অন্যায় ভাবে জোর পূর্বক জবর দখল করার চেষ্টা ও মিথ্যা মামলার দেওয়ার হুমকি। এমন অভিযোগ উঠেছে ১। মোঃ হাবিবুর রহমান (৫০)পিতা- মৃত আলাউদ্দিন,২। মোঃ আশিক (২০), পিতা- মোঃ হাবিবুর রহমান, ৩। মোঃ রুবেল (৩২)সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে। ভুক্তভোগী নুর হোসেন জানায়
গাজীপুর সিটি কর্পোরেশন, থানা- বাসন, মৌজা- মোগর খাল, খতিয়ান- এস এ ৫৭, ৫৮, আরএস
১৪৮, ১৪৯, ১৫০, দাগ নং- আরএস ৩২৩, ৩২৪, জমির পরিমান ১২.৭৭ শতাংশ।
বাসন থানাধীন মোগর খাল মৗজাস্থিত তফসিল
ভুক্ত জমি আমি ক্রয় সুত্রে মালিকানা প্রাপ্ত হই। উল্লিখিত জমিটি আমার নামে নামজারী জমাভাগ
করিয়া সরকারী খাজনাদি নিয়মিত পরিশোধ করিয়া,গাছ গাছড়া রোপন করি, এবং ৪তলা ফাউন্ডেশনে ২তলা কমপ্লিট স্থাপনা নির্ম্মান করিয়া শান্তিপুর্ন ভাবে ভোগ দখল করিতেছি। বিবাদীগন তাহাদের কতিপয় সহযোগীদের যোগসাজসে দীর্ঘদিন যাবৎ আমার বর্নিত বৈধ জমিটি অন্যায় ভাবে জোর পুর্বক জবর দখল করার পায়তারা করিয়া আসিতেছে। আমি বিরোধিতা করি বিধায় বিবাদীগন আমাকেসহ আমার পরিবারের লোকজনকে হুমকি প্রদান করিতেছে। বিবাদীগন আমার বাড়িতে থাকা ভাড়াটিয়া
গনকে হুমকি ধামকি প্রদান করে, আমার বাড়িতে আসার রাস্তা বন্ধ করিয়া দেওয়ার পায়তারা করে।
গত অনুমান ২মাস পূর্বে ১ নং বিবাদী আমার জমিতে তাহার নিজ নামীয় অবৈধ সাইনবোর্ড স্থাপন করে। বিবাদীগন আমার বাড়িতে আসার ৬ফিট রাস্তার ৩ফিট জমি জবর দখল করিয়া রাস্তা চাপাইয়া দেয়। আমি সাংবাদিক সম্মেলন করিয়া প্রতিবাদ করায় আমার উপর আরও ক্ষিপ্ত হয়।
গত অনুমান ১০ দিন পূর্বে আমার বাড়ির আসার রাস্তার উপর ৪/৫টি গাছের চাড়া রোপন
করে তারা, গত কয়েকদিন পূর্বে বিবাদীগন নিজেরাই তাহাদের লাগানো গাছের চারা কেটে ফেলে আমার নামে আমার ভাড়াটিয়া গনদের নামে মিথ্যা মামলা দিবে মর্মে হুমকি দেয়। গত
১১/০৪/২০২৩ তাং রাত অনুমান ৯:০০ ঘটিকার সময় আমার বাসার পাশে বিবাদীগন এই বিষয়
নিয়া আমার সহিত বাদানুবাদে লিপ্ত হইয়া আমাকেসহ আমার পরিবারের লোকজনকে খুন জখম করিবে ও আমার নামে মিথ্যা মামলা দিবে মর্মে হুমকি দেয়।আইনি সহযোগিতা পেতে বাসন থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী নুর হোসেন,
এবিষয়ে অভিযুক্তদের বক্তব্য হাবিবুর রহমান জানান নূর হোসেন যে জমিতে বাড়ি করেছে সেখানে আমার ক্রায়কৃত ও পৈত্রিক সম্পওি রয়েছে । উক্ত জমি ছেড়ে দিলে তার সাথে আমার বিরোধের কিছু নেই।
এ বিষয়ে বাসন থানার উপ – পরিদর্শক এস আই সুকান্ত কুমার বলেন,, নূর হোসেন মিয়া অভিযোগ করেছে থানায় সিনিয়র স্যারের সাথে কথা হয়েছে তদন্ত চলমান আছে,,