লালমোহন প্রতিনিধি।
ভোলার তজুমদ্দিনে সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার করেছে পুলিশ। ৮ এপ্রিল ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় ও অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদের তত্বাবধানে তজুমদ্দিন থানার এসআই/মোঃ মামুন অর রশিদ পল্টন, সঙ্গীয় ফোর্সসহ পারিবারিক ডিক্রি ০৫/২১ সিআর ৪০/১৯ এর দুই মাসের (সিআর সাজা) প্রাপ্ত আসামী মোঃ মনিরুল ইসলাম শাহিন, পিতা-নুর ইসলাম মিয়া, সাং-চাঁদপুর, ০৩নং ওয়ার্ড, পোঃ চাঁদপুর, থানা-তজুমদ্দিন, জেলা-ভোলা’কে গ্রেফতার করেছেন। পরে আসামিকে
বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে জানান থানা পুলিশ।