আরশাদ মামুন।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী বলেই দেশে এত পেপার পত্রিকা টিভি চ্যানেলের লাইসেন্স দেওয়া হয়েছে। যার ফলে গনতান্ত্রিক সরকারের সময় পার করছে জনগন। বেসরকারি টেলিভিশন মাই টিভি দেশ ও জনগনের কল্যাণে প্রশংসনীয় ভূমিকায় অবস্থান করছে। আশা করি এ ধারা অব্যাহত রেখে এগিয়ে যাবে মাই টিভি। ১৭ এপ্রিল বিকেলে মাই টিভির লালমোহন তজুমদ্দিন প্রতিনিধি আরিফ তুষারের আয়োজনে প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও প্রেসক্লাব সম্পাদক জসিম জনির সঞ্চালনায় মাই টিভির ১৪ বছরে পদার্পনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন। লালমোহন বিএফজি চাইনিজ রেষ্টুরেন্টে মাই টিভির জন্মদিনে ইফতার ও দোয়া মাহফিল ও আলোচনা সভা, কেক কাঁটার মধ্যে দিয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ, লালমোহন থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান,ওসি তদন্ত এনায়েত হোসেনসহ স্থানীয় গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।