শুক্রবার , ৭ এপ্রিল ২০২৩ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. খুলনা বিভাগ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম বিভাগ
  11. চাকরি
  12. জাতীয়
  13. ঢাকা বিভাগ
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম

ভুয়া বায়না দলিল ও বিয়ের নোটারি নামা বানিয়ে প্রকৌশলীর বাড়ি দখল চেষ্টার এক নারীর বিরুদ্ধে।

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক ॥
এপ্রিল ৭, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ

গাজীপুরের টঙ্গীতে ভুয়া বায়না দলিল ও বিয়ের ভুয়া নোটারি নামা বানিয়ে প্রকৌশলীর বাড়ি দখল চেষ্টার অভিযোগ উঠেছে মোর্শেদা বেগম নামে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. মনিরুল ইসলাম।

টঙ্গীর সাতাইশ ধড়পাড়া এলাকায় ২০০৮ সালে বাড়ি কেনেন প্রকৌশলী মনিরুল ইসলাম। গত ১৫ বছর ধরে বাড়িটির কেয়ারটেকারের দায়িত্ব দেওয়া হয় মোর্শেদা বেগম কে ।কিছু দিন যেতে না যেতেই প্রকৌশলী মনিরুল ইসলাম ঢাকায় থাকায় সুবাদে তিনি স্থানীয় দুষ্কৃতিকারীদের সঙ্গে আঁতাত করে বাড়ি দখলের পাঁয়তারা করেন মোর্শেদা বেগম বলে জানায় বাড়ির মালিক মনিরুল ইসলাম ।

এ জন্য তিনি বানিয়েছেন ১৫ লাখ টাকার জাল বায়না দলিল। এ ছাড়া স্বামী-স্ত্রী পরিচয় দেওয়ার জন্য বানিয়েছেন ভুয়া নোটারিনামা। এমন অভিযোগ পাওয়া যায়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ দিয়েছেন প্রকৌশলী মনিরুল ইসলাম, তিনি বলেন, আমি কেয়ারটেকার কে ওই বাসার সমস্ত দায়িত্ব দিয়েছিলাম। গত ৩ মাস ধরে সে আমাকে বাসা ভাড়া দিচ্ছে না আমি তার মোবাইলে কল দিলে সে কোন ভাবেই ফোন রিসিভ করে না। আমি বাড়ি ভাড়া আনতে গেলে জানতে পারি সে এলাকার মানুষের কাছে মিথ্যা পরিচয় দিয়ে বলে বাড়ি তার। এ ছাড়া স্থানীয়দের মাধ্যমে জানতে পারি আমার বাড়িতে মাদক ব্যাবসা সহ নানা অনৈতিক কর্মকাণ্ড চালানো হচ্ছে। বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়ার পর ওই বাড়ি ছেড়ে দিতে মোর্শেদাকে মৌখিকভাবে বলে দিই। কিন্তু সে আমার বাড়ি ছাড়তে রাজি না। বরং সে এলাকার মানুষের কাছে নিজেকে আমার স্ত্রী পরিচয় দিয়ে ব্ল্যাকমেইল করে। এবং আমাকে রাজনীতিবিদ, এমপি-মন্ত্রী ও জনপ্রতিনিধির ভয় দেখান । তার সঙ্গে প্রভাবশালী অনেকের পরিচয় আছে বলেও জানান তিনি। এমনকি বরিশালে কর্মরত বিচার বিভাগের একজন কর্মকর্তার নামে ভিজিটিং কার্ড দেখিয়ে তাকে নিজের ভাই বলে পরিচয়ে দিয়ে বেড়ান এই নারী। তার অন্যায়ের বিরুদ্ধে কেউ কিছু বললে মামলার ভয় দেখান।

প্রকৌশলী মনিরুল ইসলামের দাবি— নাজিম উদ্দীন নামে মানবাধিকার কর্মী পরিচয় দেওয়া এক ব্যক্তির যোগসাজশে মোর্শেদা বেগম তার বাড়িটি দখলের পাঁয়তারা চালাচ্ছে। ৬ মাস আগে নাজিম উদ্দীনের ইন্ধনে জাল বায়না দলিল ও বিয়ের ভুয়া নোটারিনামাও করা হয়। মোর্শেদা বেগমের সঙ্গে স্থানীয় ভূমিদস্যুচক্রের আঁতাত রয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী মনিরুল ইসলাম।

এদিকে বিভিন্ন কার্যকলাপে মোর্শেদা বেগমের অত্যাচারে অতীষ্ঠ হয়ে এলাকাবাসী গত ২২ মার্চ স্থানীয় ৫৭ জন ব্যক্তি টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ করেন। মোর্শেদার অত্যাচার থেকে বাঁচার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চেয়েছে এলাকাবাসী।

এ বিষয়ে জানতে চাইলে মোর্শেদা বেগম বলেন, ‘আমি কিছুই বলব না। আপনাদের কিছু বলার থাকলে আদালতে যান।’

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, ‘মোর্শেদার বিরুদ্ধে বাড়ির মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগের সত্যতা পেয়েছি। মোর্শেদার সঙ্গেও কথা হয়েছে, তাকে বাসা ছেড়ে দিতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। সুরাহা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তৃর্নমূলেও স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করেছেন- এমপি শাওন

ঠাকুরগাঁওয়ে ধানক্ষেত থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মোংলায় প্রতিবন্ধী ও দলিত সম্প্রদায়ের জন্য বিনামূল্যে চক্ষু শিবির

চাকরি দেয়ার নামে টাকা নেয়ার অভিযোগ ছাত্রলীগ দুই নেতার বিরুদ্ধে।

ভূমিহীন গৃহহীনদের মুখে হাসি ফুটিয়ে তুলতে আমাদের একজন শেখ হাসিনা আছেন – এমপি শাওন

মওদুদ আহমদের স্ত্রীর নির্বাচনী এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময়

দুমকিতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ এর প্রশিক্ষন অনুষ্ঠিত।

গোপালপুরে বেড়েছে ফিল্টার নেটের চাহিদা

ঠাকুরগাঁওয়ে জমি দখলের চেষ্টার অভিযোগে ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন

শেখ হাসিনার সময়ই শিক্ষার উন্নয়ন ও শিক্ষকগণ সন্মানিত হয় : এমপি শাওন

%d bloggers like this: