
এজাজ চৌধুরী মঠবাড়ীয়া পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ ও ডিবি পুলিশ পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি ও ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিতিত্তে শনিবার বিকেলে পৌর শহরের ৫নং ওয়ার্ডে বাস ষ্ট্যান্ড শ্যামলী পরিবহন থেকে ইউসুফ (৪০) কে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইউসুফ হাওলাদার উপজেলার মধ্য সোনাখালী গ্রমের সৈজদ্দিন হাওলাদারের ছেলে। এক সপ্তাহ আগে ইউসুফ একটি মাদক মামলায় জামিন পান। অপর দিকে পিরোজপুর ডিবি পুলিশ দক্ষিণ (মঠবাড়িয়া) এসআই মো. আল মামুন ঐদিন রাতে উপজেলার উদয়তারা বুড়িরচড় গ্রাম থেকে মিলন জমাদ্দার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত মিলন ওই উদয়তারা বুড়িরচড় গ্রামের কাঞ্চন আলী জমাদ্দারের ছেলে।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।