
আরশাদ মামুন।
লালমোহনের ১নং বদরপুর ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মাঝে বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১ হাজার ৬৯৫ জেলের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকার।
উদ্বোধনকালে তিনি বলেন, ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশে জেলেদের বরাদ্দের চাল সঠিক সময়ে বিতরণ করা হচ্ছে। যেন চলমান নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞায় জেলেদের কষ্ট পেতে না হয়। আশা করছি, এ চাল পেয়ে কর্মহীন জেলে পরিবারগুলোতে অনেকাংশে স্বস্তি ফিরবে।
এদিকে, নিজেদের বরাদ্দের চাল পেয়ে খুশি জেলেরা। তারা বলেন, দীর্ঘদিন ধরে নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা চলায় কর্মহীন হয়ে পড়েছি। সঠিক সময়ে এ চাল পাওয়ায় পরিবার পরিজন নিয়ে কিছুদিন একটু ভালো থাকতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ভাইয়ের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা।