আরশাদ মামুন।
লালমোহন তজুমদ্দিনের বহুমাত্রিক উন্নয়নের মহানায়ক আমার নেতা আমার অহংকার মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের সাথে লালমোহন ঢাকা নৌরুটের লঞ্চ কর্তৃপক্ষ সৌজন্যে সাক্ষাতে মিলিত হন। বুধবার বিকেলে এমপি শাওনের বনানীর বাসভবনে এ সৌজন্যে সাক্ষাত পরবর্তী ইফতারে অংশ নেন। লালমোহন ঢাকা নৌ রুটে চলাচলকারী লঞ্চ মালিকদের সব সময় সহযোগিতার জন্য এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। এসময় এমপি শাওন এ রুটের যাতায়াতকারী যাত্রী ও ব্যবসায়ীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে আরো আন্তরিক হওয়ার জন্য তাগিদ দেন। যাত্রী ও ব্যবসায়ীদের মানসম্মত সেবার ধারা অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেন মালিক পক্ষ।
সৌজন্যে সাক্ষাত কালে ফরিদপুর -৪ আসনের এমপি মজিবর রহমান নিক্সন চৌধুরী, মেসার্স তাবারাকাল্লাহ শিপিং লাইন্সের মালিক আলহাজ্ব কামরুল হাসান, প্রভা শিপিং লাইন্সের পরিচালক সেলিম রেজা ও মনোয়ারা শিপিং এর মালিক ফিরোজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।