
আরশাদ মামুন।
লালমোহন বদরপুর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের নির্দেশে বিতরন করা হয়েছে।
১৬ এপ্রিল সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঈদ উপহার বিতরণের উদ্বোধন করেন লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। চাল বিতরণ কালে ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ মেলকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের নেতা মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের নির্দেশে ঈদ উপহার দশ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এদিকে ঈদকে সামনে রেখে ১০ কেজি করে চাল পেয়ে খুশি অসহায় এলাকাবাসী।
চাল বিতরণ কালে ইউপি সদস্যগন ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।