আরশাদ মামুন।
ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এখন সুসংগঠিত, কেউ এখন আর আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না, তাই আগামী নির্বাচনেও ঐক্য বদ্ধ আওয়ামী লীগের কাছে সকলে পরাজয় বরণ করবে।
তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যন্ত এখন থেকে আওয়ামী লীগ অনেক শক্ত অবস্থানে রয়েছে। তাই আগামী নির্বাচনে সকলে নৌকার পক্ষে কাজ করার দাবি জানান।
রোববার (২৩ এপ্রিল ) সকালে ফিতা কেটে লালমোহন পৌরসভা আওয়ামী লীগের প্রধান কার্যালয় উদ্বোধন পরবর্তী সভায় প্রধান অতিথি এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
লালমোহন পৌর আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল পঞ্চায়েত’র সভাপতিত্বে পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহিদুল ইসলাম নবীন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদার, যুগ্মসম্পাদক আনোরুল ইসলাম রিপন, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদার, আ.ন.ম শাহজামাল দুলাল, সম্মানিত সদস্য বদরুজ্জামান বাদলসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক খালেক সদাগর, যুগ্ম আহবায়ক কাউন্সিলর ইমাম হাওলাদার প্রমুখ।