আরশাদ মামুন।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সরকার ক্রীড়াঙ্গনের আধুনিকায়নসহ খেলোয়াড়দের উন্নয়নে সফলতার দাবিদার। শেখ হাসিনার সরকার সব সময়ই মানুষের কল্যাণে কাজ করে আসছেন। ১৭ এপ্রিল সকালে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটরিয়ামে বঙ্গবন্ধু দাবা টুর্নামেন্ট-২০২৩ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন। এসময় উপজেলা নির্বাহি অফিসার অনামিকা নজরুল, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন, সম্পাদক জসিম জনি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজন,অতিরিক্ত সাধারণ সম্পাদক রাহাত আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।