মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নল্যা বাজারে রাতের বেলা একটি ট্রাক (কাভার্ডভ্যান) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বাড়ির উপরে পড়ে। ওই সময় ঘুমন্ত অবস্থায় থাকা মা মেয়ের তাৎক্ষণিক “মৃ”ত্যু” হয়। মেয়েটির বাবা-ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। গতকাল ২৯ মে রাতে এই দুর্ঘটনা ঘটে বলে জানায়, স্থানীয় সাংবাদিকগণ।
টাঙ্গাইলে ট্রাক (কাভার্ডভ্যান) এর চাপায় ঘুমন্ত মা-মেয়ে নি”হ”ত
টাঙ্গাইলের ধনবাড়ীতে পণ্যবাহী ট্রাক (কাভার্ডভ্যান) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বসতঘরে উপর উঠে গিয়ে ঘুমন্ত মা-মেয়ে নি”হ”ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাবা খোকন চন্দ্র রবি দাস।
সোমবার (২৯ মে) দিনগত রাত ৩টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার নল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নি”হ”ত”রা হলেন- খোকন চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী (৪২) ও মেয়ে রাধিকা রানী দাস (১২)। আহত খোকন চন্দ্র রবি দাস ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা উপজেলার নল্লা এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (৩০ মে) সকালে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম জসিম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ধনবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) এম জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি পণ্যবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা বাজার এলাকার খোকন চন্দ্র রবি দাসের বাড়ীতে উঠে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় থাকা মা ও মেয়ে মা”রা” যান। গুরুতর আহত হয় বাবা। পরে আহত খোকনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চালক পালিয়ে গেছে। নিহত মা-মেয়ের ম”র”দে”হ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।