নিজস্ব প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করার লক্ষে জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় উপজেলার শম্ভুপুর ইউনিয়নের খাসের হাট বাজার এলাকায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩নং শম্ভুপুর ইউনিয়নের খাসেরহাট এলাকায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাকসুদুর রহমান-(মুরাদ)।
এ সময় ওসি মুরাদ বলেন, অপরাধ প্রতিরোধ নিজ পরিবার থেকে শুরু করতে হবে। পরিবার কোন সদস্য যদি মাদক, জুয়ায় আসক্ত থাকে তা হলে ওই পরিবার সমাজের চোখে ঘৃণিত। তাই এসব প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, একই সাথে চুরি, ডাকাতি প্রতিরোধে বাজারে সিসি টিভি ক্যামেরা স্থাপনে গুরুত্বারোপ করেন। সভা শেষ থানার পক্ষ থেকে বাজার পাহারাদারদের কে রিফ্লেক্টিং কটি হস্তান্তর করেন অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান-(মুরাদ)।
এসময় উপস্থিত ছিলেন, শম্ভুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, ইউনিয়ন সচিব সহ বাজার ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ।