আরশাদ মামুন।
লালমোহন তজুমদ্দিনের বহুমাত্রিক উন্নয়নের মহানায়ক দক্ষ সংগঠক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনায় মৃত্যুতেও আপোষহীন বঙ্গবন্ধুর আর্দশের কর্মী জননেতা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়েই শতভাগ আস্থাশীল অনুসারীরা দিন শেষে এভাবেই মানুষের সেবায় বিজয়ের হাসি হাসে। বিগত ১৪ বছরে এ জনপদের মানুষের কাছে এটাই সত্যি ও গৌরবময় বাস্তব। এমনি একজন সফল নারী নেত্রী তজুমদ্দিনের নারীদের মাঝে প্রিয়জন উক্ত উপজেলা আওয়ামী মহিলা লীগ সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর বেগম শিলা।
রাজনীতির শুরু থেকেই জননেতা এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনেই শতভাগ আস্থাশীল হয়ে স্বার্থহীন ভাবে মানবিকতায় মানুষের সেবায় নিয়োজিত থাকা কোহিনূর বেগম শিলা।
ইতিমধ্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরো তজুমদ্দিনের প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি শাওনের নেতৃত্বে নৌকার বিজয় সুনিশ্চিতে এগিয়ে রয়েছেন সকলে ভাষ্যমতে।
সকল প্রতিকূলতাকে ছাপিয়ে এমপি শাওনের চতুর্থ বিজয়ের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নৌকার বিজয় সুনিশ্চিতে ক্লান্তিহীন নারীনেত্রী কোহিনূর বেগম শিলার এমন সগৌরবে এগিয়ে যাওয়ায় আরো বেশি প্রাণবন্ত আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মীরা। যাদের বিশ্বাসের শতভাগ বাস্তবায়নের কথা একটাই ” দিন শেষে জননেতা এমপি শাওনের আর্দশের আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মীরা এভাবেই বিজয়ের হাসি হাসে ইনশাআল্লাহ।
এমন প্রসঙ্গে কোহিনূর বেগম শিলা নিজেকে একজন আওয়ামী লীগ তথা এমপি শাওনের ক্ষুদ্র কর্মী হতে পারার ফলেই নিজের সবটুকু দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও পুনরায় নৌকার বিজয় সুনিশ্চিত বলে শতভাগ আশাবাদী।
কিছুটা অভিমানী হয়ে বললেন, অনেকেই আছেন নোনার সাথে গোপনে আঁতাত করেও উল্টো প্রিয় নেতা মাননীয় এমপি মহোদয়কে প্রকৃত কর্মীদের বিরুদ্ধে ভুল বাজানোর চেষ্টায় থাকেন।
আজ খুব স্পষ্ট ভাবেই বলতে চাই, আওয়ামী লীগ যেহেতু করি আমৃত্যু এ দলেই থাকবো। তবে আমার নেতা আমার অহংকার মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের স্মেহ বিশ্বাস যতদিন মাথার উপর থাকবে ইনশাআল্লাহ নিজের জীবন দিয়ে হলেও প্রিয় নেতার জন্য কাজ করে যাবো। ইনশাআল্লাহ
প্রিয় নেতার সিদ্ধান্তে প্রয়োজনে রাজনীতিও ছেড়ে দিতে প্রস্তুত আছি কিন্তু বেঈমান হিসেবে জেনো এক মূহুর্তও রাজনীতি করতে না হয় দীঢ় প্রত্যয়ে জানালেন তজুমদ্দিন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি কোহিনূর বেগম শিলা।