আরশাদ মামুন, লালমোহন ভোলা:
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করার লক্ষে নিরালশ ভাবে কাজ করে যাচ্ছেন। এই উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো আওয়ামী লীগকে জয়যুক্ত করতে হবে।
শনিবার সকালে ভোলার লালমোহন উপজেলার ধোলীগৌরনগর ইউনিয়ন এর আবদুল জব্বার মৃধা বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় ধোলীগৌরনগর ইউনিয়ন উত্তর শাখা এর সহ- সভাপতি মোঃ মোস্তফা মৃধার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, ধোলীগৌরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেদায়াতুল ইসলাম মিন্টু,উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক আরিফুর রহমান আরিফসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।