লালমোহন প্রতিনিধি।
লালমোহনে স্ত্রী সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করার ঘটনায় শালিস বৈঠক উল্টো লম্পট স্বামী অতর্কিত হামলায় চালিয়ে স্ত্রী ও শ্যালককে আহত করার ঘটনা ঘটেছে। গুরুত্বর আহত ভুক্তভোগী নারী ও তার ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরে স্থানীয় শালিস বশির উকিলের বাসায় এ ঘটনা ঘটে।
অভিযোগে প্রকাশ, লালমোহন পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড জমাদার বাড়ির বাসিন্দা আলাউদ্দিনের মেয়ের সঙ্গে ফরাজগঞ্জ ৭নং ওয়ার্ডের ইয়ামিনের সাথে সাত বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে যৌতুকের দাবীতে মারপিট করলেও পরে তা সমাধান হয়। বিপত্তি ঘটে ইয়ামিনের দ্বিতীয় বিয়ের ঘটনা প্রকাশ হওয়ার পর। ছয় মাস পূর্বে ইয়ামিনের বিয়ের ঘটনা জানাজানি হলে পারিবারিক কলহ সৃষ্টি হতে থাকে যা সবশেষে স্ত্রীকে বেধম মারপিটের মধ্য দিয়ে শালিস বৈঠকে পর্যন্ত গড়ায়। শুক্রবার বিকেলে পৌর শহরে বশির উকিলের বাসায় এ নিয়ে শালিস বৈঠকে সব সমাধান হলেও আচমকা ইয়ামিন শুরুতে বউয়ের উপর হামলা চালায়। বোনের উপর হামলা বাধা দিতে গেলে শ্যালককেও পিটিয়ে গুরুত্বর আহত করে লম্পট ইয়ামিন। পরে ওই দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে ইয়ামিনের শশুর আলাউদ্দিন।