শুক্রবার , ৫ মে ২০২৩ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. খুলনা বিভাগ
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম বিভাগ
  11. চাকরি
  12. জাতীয়
  13. ঢাকা বিভাগ
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম

লালমোহনে প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষর ছাদ বাগানে যত বৃক্ষের সমারোহে অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক ॥
মে ৫, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ

আরশাদ মামুন।
লালমোহন প্রেসক্লাবের সফল দক্ষ সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন হাওলাদার। একজন সফল মানবিক মানুষের পাশাপাশি বৃক্ষের জন্য প্রাণের টাণের সফলতায়ও যিনি এখন উপজেলাব্যাপী অনুকরণীয় ব্যক্তিত্ব।
নানান প্রকার ফলের গাছ দিয়ে প্রায় তিন বছর আগে শখ করে ছাদ বাগান গড়ে তোলেন ভোলার লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন।
শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে গড়ে তোলা ওই বাগানে বছর খানেকের মাথায় আসতে শুরু করে ফল। বর্তমানে ওই অধ্যক্ষের ছাদ বাগানের গাছে ঝুলছে নানা প্রকার ফল। যার মধ্যে রয়েছে- আম, কমলা, লেবু, মাল্টা ও বরইসহ বিভিন্ন প্রকার ফল।

অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, ২০২০ সালের দিকে শখ করেই এই ছাদ বাগান শুরু করি। এরপর বাগানের গাছগুলোতে ফল আসতে শুরু করে। এখন এই ছাদ বাগান থেকেই পাচ্ছি বিষমুক্ত ফল। ভবিষ্যতে এই ছাদ বাগানের পরিধি আরো বাড়ানো হবে।

এ ব্যাপারে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ বলেন, যেকোনো প্রয়োজনে এসব ছাদ বাগানের মালিকরা কৃষি অফিসে যোগাযোগ করলে তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। এছাড়া, নতুন করে কেউ ছাদ বাগান করতে আগ্রহী হলে তাদেরকেও আমরা প্রয়োজনী পরামর্শসহ সহযোগিতা প্রদান করবো।

সর্বশেষ - অন্যান্য

%d bloggers like this: