লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তি পাওয়ার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় অনুষ্ঠিত হয়েছে।
(২৪ মে বুধবার) সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন (এমপি)।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, এই বাংলাদেশকে নিয়ে জাতির পিতা যখন অর্থনৈতিক মুক্তির জন্য এবং সারা বিশ্বের রাষ্ট্র প্রধানদের কাছে বিভিন্নভাবে কুটনৈতিক তৎপরতা ও তার নেতৃত্ব দিয়ে একের পর এক রাষ্ট্রগুলো থেকে স্বীকৃতি আদায় করছিলেন, সেই সময় জাতির পিতার জুলিও কুরি পদক পাওয়া বাঙ্গালি জাতিকে সারা বিশ্বের কাছে এক অনন্য উচ্চতায় এনে দিয়েছিল।
এ সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ-(ডালিম) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, ওসি মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান মাসুমা বেগমসহ আওয়ামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জুলিও কুরি পদক পাওয়ার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানটি আগামী (২৮ মে বৃহস্পতিবার) উদযাপিত হবে।