
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,৭৫ পরবর্তী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে বাঙালি হারিয়ে ফেলেছিল তাদের অধিকার। ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে বাঙালির সেই অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।
বুধবার দুপুরে তজুমদ্দিন উপজেলা পরিষদ অডিটোরিয়াম উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরো বলেন, শেখ হাসিনার প্রতি বাংলার জনগণের অকুণ্ঠ সমর্থন ও অসীম আস্থার কারণে তিনি বার বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিস্ময়কর অবদান রেখে চলছেন।
এসময় তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তৈয়বুর রহমান মাস্টার এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।