
শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। ৬ মে শুক্রবার গভীর রাতে উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া নুহু মিয়ার ধান ক্ষেতে হাতিটির মৃত্যু হয়। স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে গভীর অরণ্য থেকে ২৫/৩০টি বন্যহাতির একটি দল পশ্চিম বাকাকুড়া এলাকার বোরো ধান ক্ষেতে নেমে আসে।
এসময় স্থানীয় কৃষকরা মশাল জ্বালিয়ে ঢাকঢোল পিটিয়ে শব্দ করে হাতি তাড়ানোর চেষ্টা করে।এক পর্যায়ে রাত ১টার দিকে বন্যহাতির দল নুহু মিয়ার ধান ক্ষেতে হানা দিলে বিদ্যুতের শক দিলে একটি পুরুষ হাতি ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ও বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রানিসম্পদ অধিদপ্তর ময়নাতদন্তের জন্য দুপুরে মৃত হাতিটির নমুনা সংগ্রহের পর মাটিচাপা দেয়া হয়। বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম বলেন হাতিটি বিদ্যুতের শর্ট জনিত কারণে মৃত্যু হয়েছে। এদিকে হাতি হত্যাকান্ডে সাথে জরিতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শেরপুর জেলা সবুজ আন্দোলনের সভাপতি সাংবাদিক মেরাজ উদ্দিন।
উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা,এটিএম ফায়েজুর রহমান আকন্দ বলেন, নমুনা সংগ্রহ করে ল্যাব এ পাঠানো হয়েছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।