সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে জমাকৃত জায়গায় নির্মানাধীন মার্কেট থেকে চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে সুজন মাহমুদ নামের এক যুবকের বিরুদ্ধে।
এ দিকে চাঁদা না পেয়ে ওই নির্মানাধীন মার্কেটের কাজ বন্ধ করে দিয়েছেন সুজন মাহমুদ ।
নির্মানাধীন মার্কেটের কাজ বন্ধ করায় প্রতিকার চেয়ে সোমবার দুপুরে নব ভৌমিক বাদী হয়ে তাড়াশ থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
সুজন দেশীগ্রাম ইউনিয়নের দুলিশ্বর গ্রামের মো. আক্তার আলীর ছেলে ও দেশীগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দুলিশ্বর গ্রামের নব ভৌমিক দুলিশ্বর বাজার সংলগ্ন তার জমাকৃত জায়গায় মার্কেট নির্মান শুরু করেন। গত রোববার সকালে ওই একই গ্রামের আক্তার আলীর ছেলে মো. সুজন মাহমুদ ও তার বাবা নির্মানাধীন মার্কেটে গিয়ে নব ভৌমিকের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবী করেন। এ সময় ভুক্তভোগী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে লেহার রড নিয়ে ভযভীতি দেখাতে থাকে। আর বলেন, আমি দেশীগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আমার দাবী না মানলে মার্কেট নির্মান বন্ধ করে দিব। পরে টাকার পরিবর্তে ওই নির্মানাধীন মার্কেটে একটি ঘর দাবী করেন। তাতেও ভুক্তভোগী অস্বীকৃতি জানালে মার্কেট নির্মান কাজ বন্ধ করে দেন।
পরে সোমবার দুপুরে ভুক্তভোগী তাড়াশ থানায় সুজন মাহমুদ ও তাঁর বাবার বিরুদ্ধে একটি অভিযোগ পত্র দাখিল করেন।
এ ব্যাপারে অভিযুক্ত সুজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁর ০১৭২৪-২৮৮৪২৪ মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। এ প্রসঙ্গে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা তাড়াশ থানার এএসআই সন্তোষ কুমার বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।