
আরশাদ মামুন:
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করছে। শেখ হাসিনা সরকার ক্ষমতা আছে বলেই দেশ আজ উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে আছে। বিগত কোন সরকার দেশের মানুষের জন্য এমন কোন উন্নয়ন করতে পারি নি। তাই শেখ হাসিনা সরকারের কোন উন্নয়ন তাদের চোখে পরে না, তাই তারা সরকার কে নিয়ে নানা ষড়যন্ত্রের লিপ্ত থাকে।
লালমোহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশে প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ হাসিনা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন আরো বলেন, দেশ ও জাতির ভাগ্য উন্নয়নে
শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় রাখতে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই।
১৮ মে বৃহস্পতিবার আসর বাদ উপজেলার ধলীগৌনগর ইউনিয়নের মঙ্গল শিকদার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।