সিরাজগঞ্জ প্রতিনিধি:
উত্তরবঙ্গ মহাসড়কে এবারের ঈদ যাত্রায় যাত্রীদের কোন প্রকার ভোগান্তির শিকার হতে হবে না। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের সকল প্রকার প্রস্তুতি তুলে ধরে মহাসড়কে তিনচাকার যান চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি মহাসড়ক থেকে আঞ্চলিক সড়কে ঢোকার মুখের লাইনগুলোতে বিশেষ পুলিশের নজর থাকবে। রবিবার দুপুরে মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা কলেন, রাজশাহি রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন।
এসময় তিনি আরো বলেন, গত ঈদ উল ফিতরের চেয়েও স্বস্তির হবে উত্তর ও দক্ষিনাঞ্চলবাসির সড়ক পথে এবারের ঈদযাত্রা। সে উপলক্ষে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করবে এক সহশ্রাধিক পুলিশ। মহাসড়কে যানজট ও দুর্ঘটনার ঝুকি এড়াতে ফিডার রোড ও তিন চাকার যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, ইন সার্ভিসের পুলিশ সুপার শরীফ আহমেদ, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা রওশন আলম, দিদারুল আলম তরফদার।