কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে শিশু মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌরসভা ইনজুরি প্রিভেনশন কমিটির আয়োজনে কুয়াকাটা পৌরসভার হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুয়াকাটা পৌরসভার মেয়র মোঃ আনোয়ার হাওলাদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় কুয়াকাটা পৌর কাউন্সিলর ও সিআইপিআরবি’র এরিয়া কো-অর্ডিনেটর সহ সংশ্লিষ্ঠ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বলেন, ছোট ছোট শিশুরা আঁচল কেন্দ্রে যায় তাদের প্রাথমিক অক্ষর জ্ঞান সম্পর্কে ধরণা হয় এবং পাশাপাশি পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি কমায়। তিনি ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আহবান জানান।
Leave a Reply